Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পানিতে তলিয়ে গেছে রাস্তা জগন্নাথপুর-বেগমপুর সড়কে সরাসরি যান বন্ধ

স্টাফ রিপোটার::: অব্যাহত ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে জগন্নাথপুর-শিবগঞ্জ- বেগম সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা পানিতে তলিয়ে গেছে। ফলে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর-বেগমপুর সড়কের উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলালখালি সেতুর মুখ হইতে পূর্ব কাতিয়ার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা গত কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে। ফলে ওই সড়কে সরাসরি যান চলাচল ব্যাহত হয়।
জগন্নাথথপুর-বেগমপুর সড়কের অটোরিকশা-সিএনজি লেগুনা সমিতির সভাপতি আব্দুল মুকিত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যার পানিতে সড়কের এক কিলোমিটার পর্যন্ত ঢুবে গেছে। ফলে গত তিনদিন ধরে ওই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য অদুদু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কুশিয়ার নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আলিপুর- ইনাগঞ্জের খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে ছড়িয়ে পড়েছে আশপাশ্ব এলাকা। ডুবে গেলে জগন্নাথপুর-বেগমের কিছু অংশ। তিনি বলেন, রাস্তা-ঘাট-হাটবাজারসহ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।

Exit mobile version