Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পানি বাড়ছেই, জগন্নাথপুরে ৩০ গ্রামের লোকজন পানিবন্ধি, প্রশাসনের ত্রান বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে অব্যাহত ভারী বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে উপজেলা বিভিন্ন এলাকায় পানি বেড়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ রবিবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও, নোয়াগাঁও, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালী, দাসনাগাঁও, হরিনাকান্দি, সমধল, বেতাউকা, গাদিয়ালা

রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল, বাঘময়না, আশারকান্দি ইউনিয়নের বড়ফেচি, মিলিত, মিঠাভরাং, কালাম্বরপুর, ঐয়ারকোণা, ধাওরাই, আটঘর, পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া, ফেচি, কসবা, রমাপতিপুর, মশাজান, জগন্নাথপুর পৌরএলাকার আলখানাপার, হবিবনগরসহ ৩০ গ্রামে পানি আরো বেড়েছে। এসব গ্রামের ঘরবাড়িতে পানি ওঠেছে। তলিয়ে গেছে গ্রামীন রাস্তা-ঘাট। অনেকই উচু এলাকায় আত্মীয় স্বজনদের নিকট আশ্রয় নিয়েছেন।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইউপি সদস্য রনধীর কান্ত দাস জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হরিনাকান্দি, দাসনাগাঁও, ও ভুরাখালি এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে অনেকেই বাড়িঘরে পানি রয়েছে। আজ দাসগাঁও গ্রামের ১২ পরিবারের লোকজনকে আমরা তাদের স্বজনদের বাড়িতে হস্তান্তর করেছি।

ওই ইউনিয়নের বেতাউকা গ্রামের ইউপি সদস্য জুয়েল মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। আমি তিনটি নৌকা প্রস্তুত করেছি জরুরী প্রয়োজনে। আমরা সার্বক্ষিন খোঁজ খবর রাখছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চ.দা.) ও জগন্নাথপুরের এসিল্যান্ড ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরের চারটি ইউনিয়নের লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। গতকাল আমরা বন্যায় কবলিত শতাধিক পরিবারের লোকজনের মধ্যে ত্রান হিসেবে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করছি।

Exit mobile version