Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাল্লাকেলে কি আজ রোমাঞ্চকর দিন ঘটবে না বৃষ্টিতে সব শেষ হয়ে যাবে?

স্পোর্টস ডেস্ক::পাল্লাকেলে ৪র্থ দিনের শুরুতে ১৭৬ রানে মেন্ডিস আউট হওয়ার পর শ্রীলঙ্কার ইনিংস বেশী দৃর গড়াই নাই ৩৫৩ রানে অল আউট হয়। ২য় ইনিংসে ২৬৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে অজিদের ওপেনার ওয়ার্নার ১রানে আর দলীয় ২ রানের মাথায় হেরাথের বলে আউট হলে ও অজিদের আরেক ওপেনার জো বার্নস ও বেশীক্ষণ ক্রিসে থাকেন নাই ২৯ রানে আর খাজা ১৮ রানে সাজে ঘরে ফিরেন। শেষ দিকে স্মিথ ও ভোজেস কিছুটা লড়াই করেন। দেখা যাবে আজ কতক্ষণ অজিরা ক্রিসে ঠিকে থাকেন? লংকাদের হয়ে বাকি ২ টা উইকেট নেন দিলরুয়ান আর সান্দাকান।
শ্রীলঙ্কা ৪র্থ দিন/২য় ইনিংস: ৯৩.৪ ওভারে ৩৫৩ (মেন্ডিস ১৭৬, দিলরুয়ান ১২, হেরাথ ৩৫, সান্দাকান ৯, প্রদিপ ১০*; স্টার্ক ৪/৮৪, হেইজেলউড ২/৫৯, ও’কিফ ১/৪২, লায়ন ২/১০৮, ওয়ার্নার ০/১০, ভোজেস ০/৩, মার্শ ১/৩৩, স্মিথ ০/১)।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৮) ২৭ ওভারে ৮৩/৩ (বার্নস ২৯, ওয়ার্নার ১, খাওয়াজা ১৮, স্মিথ ২৬*, ভোজেস ৯*; প্রদিপ ০/১৬, হেরাথ ১/৩৫, দিলরুয়ান ১/১৯, সান্দাকান ১/১৩)।

Exit mobile version