Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মধ্যে ৫০ লাখ টাকার চাল দেওয়ার ঘোষনা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক::
রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মুহূর্তে ৫০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ৫০০ বান্ডিল টিন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে সেতুমন্ত্রী রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এর আগে রাঙামাটি সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের টেকনাফে অন্তত ১৩৫ জন নিহত হন। এর মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় ঘটে রাঙামাটিতে। সেখানে চার সেনা সদস্যসহ ৯৮ জন নিহত হন। এছাড়া চট্টগ্রামের রাঙুনিয়া ও চন্দনাইশে ২৮, বান্দরবানে ৭ ও টেকনাফে দুই জন নিহত হন।

Exit mobile version