Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পিইসিইর উত্তরপত্র পুনঃনীরিক্ষা ও প্রত্যাশা’

বাংলাদেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। ২০০৭ ও ২০০৮ সাল জেলা পর্যায়ে এবং ২০০৯ সাল থেকে সমগ্র দেশে একই প্রশ্নপত্রের আলোকে অদ্যাবধি চালু রয়েছে এই পিইসি পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য জাতীয় স্টিয়ারিং কমিটি, নির্বাহী কমিটি, জেলা কমিটি ও উপজেলা কমিটি এই চারটি ভাগে কাজ করে থাকেন। জাতীয় স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্যগণ বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম সংযোজন , সংশোধন ও বাতিল করে থাকেন। যেমন- ২০১৬ সালের পূর্বে এ+ প্রাপ্ত শিক্ষার্থীর ফলাফল পুনঃনিরীক্ষার সুযোগ ছিল না। কিন্তু বর্তমানে আছে। এই পরীক্ষার মাধ্যমেই প্রাথমিক বৃত্তি প্রদান করা হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উত্তরপত্র মূল্যায়নের নিয়মাবলী তৈরি ও বাস্তবায়নের নির্দেশনা প্রনয়ন করে থাকেন। দেখা যায় যে কোন কোন বৎসর নিজ নিজ উপজেলায় উত্তরপত্র মূল্যায়ন করা হয় আবার কোন কোন বৎসর একই জেলাধীন অন্য উপজেলায় উত্তরপত্র মূল্যায়ন করা হয়। এই উত্তরপত্র মূল্যায়নে যে সময় ও নিয়মাবলী বেধে দেওয়া হয় তা সুষ্ঠ ও নিয়মতান্ত্রিকভাবে প্রায় ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠেনি। একজন পরীক্ষক তিন দিনের মধ্যে দু’শত উত্তরপত্র মূল্যায়ন করা খুবই কষ্টকর,বিশেষ করে বাংলা ও ইংরেজি। তা ছাড়া মাধ্যমিক ও উচ্চ পর্যায়ে যারা উত্তরপত্র মূল্যায়ন করেন তাদের নিজ ব্যবস্থাপনায় মূল্যায়ন করার সুযোগ রয়েছে অথচ প্রাথমিক পর্যায়ে এর ব্যতিক্রম। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালুর পূর্বে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের উত্তরপত্র পরীক্ষকগণ নিজ বাড়িতে বসেই মূল্যায়ন করতেন। প্রসঙ্গ হচ্ছে এত তাড়াহুড়া করে চারটি স্তরে পরীক্ষণ, নিরীক্ষণ ও প্রধান পরীক্ষকের কাজ এবং মূল্যায়িত উত্তরপত্রের নম্বর মুদ্রন করে টেবুলেশন সীট প্রস্তুত করে ফলাফল প্রকাশ করা হয় যার ফলশ্রুতিতে ভুল হওয়ার সম্ভাবনা থাকা স্বাভাবিক এবং থেকেই যায়। এখানে মূল বিষয় হচ্ছে- সময় স্বল্পতা, মূল্যায়ন/নিরীক্ষণ/প্রধান পরীক্ষকের পরীক্ষণ/টেবুলেশন সীট তৈরিতে সময় স্বল্পতা, পরিবেশ, অসতর্কতা ইত্যাদি যে কোন কারণেই ফলাফল বিপর্যয় হোক না কেন, উত্তরপত্র পুনঃনীরিক্ষণে পরীক্ষার্থীদের (১৯৮+২০)টাকা ফিস দিয়ে আবেদন করতে হয়। পুনঃনীরিক্ষণে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কোন না কোন ভাবে সংশ্লিষ্ট ব্যক্তিগণ ভুল করে থাকেন অথচ শিক্ষার্থীকে এর মাসুল গুনতে হয়। একজন শিক্ষক ও অভিভাবক হিসাবে উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রত্যাশা-যে সকল শিক্ষার্থীর ফল উন্নীত হয় তাদের আবেদনের ফিস ফেরৎ দেওয়া যায় কি না এ বিষয়টি ভেবে দেখবেন কি?
#
লেখক, ধীরেন্দ্র চন্দ্র তালুকদার, প্রধান শিক্ষক, হাছনফাতেমাপুর সপ্রাবি,জগন্নাথপুর, সুনামগঞ্জ।

Exit mobile version