Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন

নওগাঁর আত্রাই উপজেলার পাইকড়া গ্রামে লিজ নেওয়া দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। রোববার রাতে বিষ দিয়ে এসব মাছ মারা হয়।

তিন বছর মেয়াদে ১৫ লাখ টাকায় ইজারা নিয়ে মাছ চাষ শুরু করে পাইকড়া মৎস্যজীবি সমিতি। পুকুর লিজ নেওয়ার সময় এলাকার একটি প্রভাবশালী মহলের সাথে বিরোধ বাধে ওই সমিতির। মাছ বিক্রির উপযোগী হলে রাতে বিষ দিয়ে মাছ নিধন করা হয়।

পাইকড়া মৎস সমিতির সভাপতি শ্রীপদ প্রামানিক জানান, আমরা গরীব মানুষ খোলা জলাশয়ে মাছ মেরে ও সমিতির মাধ্যমে পুকুর লিজ নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। গত বছর একবার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়। সেই ক্ষতি কাটিযে উঠতে না উঠতে একইভাবে দুবৃর্ত্তরা রোববার রাতে বিষ দেয়। পরেরদিন সকালে মাছ মরে ভেসে উঠতে থাকে। ওই দুই পুকুরের প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়েই সোমবার দুপুরে ওই দুটি পুকুর পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র-সমকাল

Exit mobile version