Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

পুলিশী বাধাঁর মুখে পাউবো অফিস ঘেরাও কর্মসুচী পন্ড,

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পুলিশী বাধারমুখে পন্ড হলো ‘সুনামগঞ্জ হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের কর্মীদের পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও কর্মসূচী।
বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারের সামনে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কর্মীরা সমাবেশ করে। পরে তারা মিছিল নিয়ে পাউবো অফিস ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। একসময় এক ব্যক্তিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সাজিয়ে প্রতীকী ঝাড়ু পেটা করেন কৃষরকরা।
পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীরা পিছিয়ে এসে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিন করে আবার আলফাত স্কয়ারের সামনে এসে অবস্থান নেয়।
আন্দোলনকারীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, ঠিকাদার, পিআইসির দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন
কমূসূচীতে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক বিজন সেন রায়, যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, কৃষক নেতা আব্দুল কাইয়ূম, কৃষক নেতা রুহুল আমিন, অ্যাডভোকেট এনাম আহমেদ, সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর আলম, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল, বিন্দু তালুকদার, এমরানুল চৌধুরী, শামস শামীম, দেওয়ান গিয়াস, এআর জুয়েল, শহীদ নূর, ছাত্রনেতা তারেক চৌধুরী, পুলক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version