Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রকাশ্যে যুবককে হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজশাহীতে রাজু আহমেদ নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলার অন্য ৯ আসামি বেকসুর খালাস পেয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন— রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার আজিজুর রহমান ওরফে রাজন, সাজ্জাদ হোসেন ওরফে সাজু, মো. রিংকু ওরফে বয়া, দুর্গাপুর উপজেলার ব্রম্ভপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারীগঞ্জ গ্রামের মাহাবুর রশীদ ওরফে রেন্টু।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১০ সালের ১৫ মার্চ সন্ধ্যায় জমি নিয়ে বিরোধে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে রাজু আহমেদ নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনার পর দিন তার বাবা এসার উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন।

আসামি মাহাবুর রশীদ ওরফে রেন্টুর সঙ্গে বাগমারার একটি জমি নিয়ে রাজুর পরিবারের বিরোধ ছিল। এর জের ধরে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে মাহাবুর রশীদ রাজুকে হত্যা করেন। এ মামলায় ৫৮ সাক্ষী ছিলেন। আদালত ৩১ জনের সাক্ষ্যগ্রহণ করেই রায় ঘোষণা করলেন।

মামলায় মোট আসামি ছিলেন ১৪ জন। এর মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ জন বেকসুর খালাস দেন আদালত।

 

Exit mobile version