Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রতিবছর ২ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দেশে প্রতি বছর ২ লাখেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। দেশের মোট জনসংখ্যার প্রতি ১০ লাখ মানুষের জন্য একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক আছেন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ক্যান্সারের ঔষধের বিদেশ নির্ভরতা কমাতে এবং উচ্চ মূল্যের ঔষধ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জন্য দেশীয় কোম্পানিগুলোকে ক্যান্সারের ঔষধ প্রস্তুতের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। যাতে ঔষধের ক্রয়মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা যায়।

তিনি জানান, ক্যান্সারের চিকিৎসা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের পুরাতন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে নতুন রেডিওথেরাপি মেশিন সংযোজনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Exit mobile version