Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রতিযোগীমুলক আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবলকে এগিয়ে নিতে হবে- আকমল হোসেন

সৈয়দপুর শাহারপাড়া প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন, খেলাধূলার মাধ্যমে সমাজ থেকে মাদক ও অপসংস্কৃতি রোধ করা সম্ভব। তাই যুব সমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার চচ্চা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল এখনও জনপ্রিয় হয়ে আছেন বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলে। তাই জনপ্রিয় শৈলপিক এ খেলাকে এগিয়ে নিতে প্রতিযোগীতামূলক খেলার আয়োজন অব্যাহত রাখতে হবে। তিনি রোববার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া মাঠে দক্ষিন শাহারপাড়া ফুটবল টুণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফুটবলার আইয়ুব কামালীর সভাপতিত্বে ও রুহুল কামালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সাবেক কৃতি ফুটবলার মবশ্বির আলী,এলাকার প্রবীন মুরব্বী জামাল মিয়া কামালী, আব্দুল গফুর কামালী,মুকিত মিয়া, কামালী, আনর মিয়া কামালী,আঙ্গুর মিয়া কামালী, তফু মিয়া কামালী,মতলিব মিয়া কামালী,আব্দুর রইছ মেম্বার,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন লালন,শাহীন কামালী, সামছুদ্দিন কামালী,ফারুক কামালী, রহমান কামালী,চুনু মিয়া, রুহুল আমীন প্রমুখ। উদ্বোধনী খেলায় দক্ষিন শাহারপাড়া এক গোলো বালাগঞ্জ চতুরঙ্গকে পরাজিত করে জয়লাভ করে।

Exit mobile version