Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রথমবারের মতো মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার:: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে উপস্তাত হন গ্রামবাসীসহ ভিবিন্ন শ্রেনী পেশার মানুষ।

নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে উপস্তিত ছিলেন, মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিষু কান্তি দেব, মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুদ মিয়া, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন- আহব্বায়ক সিরাজ মিয়া, দৈনিক আজকের সুনামগঞ্জ’র জগন্নাথপুর অফিস প্রধান সুহেল হাসান, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম’র জগন্নাথপুর প্রতিনিধি কামরুল ইসলাম মাহি, জগন্নাথপুর ডিগ্রী কলেজ শিক্ষার্থী মিজানুর রহমান, শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী মারজুম আহমদ রাজ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য জয় দেব।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা গফি বৈদ্য, সজ্জাদ মিয়া, মজিদপুরের ব্যাবসায়ী শিল্পী মধু ভান্ডারী, প্রতিভা ট্রাষ্টের মাহবুবুর রহমান, সেজু মিয়া, সংগঠক মাইনুল পারভেজ পায়েল আহমদ, আশাদুল ইসলাম আহাদ প্রমুখ।

এদিকে ১৪নং মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম’র নেতৃত্বে সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিদ্যালয়ের আশপাশ এলাকায় “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”। উল্লেখ্য মজিদপুর গ্রামের সন্তান প্রবাসী মজনু আলীর অর্থায়নে নবনির্মিত শহীদ মিনারে উৎসাহ উদ্দীপনায় শ্রদ্ধা নিবেদন করা হয়।

Exit mobile version