Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রথমার্ধেই পানামার জালে ইংল্যান্ডের ৫ গোল

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ইংল্যান্ড নিজেদের বিশ্বকাপে ইতিহাসে এর আগে কখনো ৫ গোলে দিতে পারেনি। অথচ পানামার বিপক্ষে প্রথমার্ধেই ৫ গোল দিয়ে রেকর্ড গড়ে ফেলল সাউথগেটের শিষ্যরা। হ্যারি কেন করেছেন জোড়া গোল। বিশ্বকাপে করে ফেলেছেন রোনালদো, লুকাকুর সমান চার গোলেও। এছাড়া স্টোর্নস করেছেন আরও ২ গোল। মাঝখানে লিনগার্ডের এক গোলে ৫-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে ইংলিশরা। এখন ম্যাচ শেষে হ্যারি কেনরা ব্যবধানটা বাড়িয়ে কোথায় নিয়ে যায় এটাই দেখার বিষয়।

ম্যাচের ৮ মিনিটের মাথায় দলকে প্রথম লিড এনে দেন স্টোর্নস। এরপর ২২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন হ্যারি কেন। ৩৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন লিনগার্ড। এর চার মিনিট পরে ব্যবধান ৪-০ তে নিয়ে যান স্টোর্নস। প্রথমার্ধের যোগ করা সময়ে ইংল্যান্ডের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে আবার গোল করেন ইংল্যান্ড অধিনায়ক এবং স্ট্রাইকার হ্যারি কেন। প্রথম ম্যাচে তিউনেশিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর ইংল্যান্ড অধিনায়ক পানামার বিপক্ষেও পেয়ে গেছেন জোড়া গোল।

Exit mobile version