Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে জগন্নাথপুরে বিশাল আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলাবাসীর বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’র প্রকল্প একনেকের সভায় অনুমোদন হওয়ায় আজ সোমবার বিকেল ৪টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্য়ালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিলে সহ¯্রাধিক দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহন করেছেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

এদিকে মিছিল পরবর্তী আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক সুজিত রায় ও সহ প্রচার সম্পাদক ফিরোজ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, আনরহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামী লীগ নেতা মাহতাবুল হাসান সমুজ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা তৈয়ব কামালী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আকমল খান, উপজেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াস আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দেব, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সুন্দর আলী, সাধাররণ সম্পাদক ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল আবু ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, আবু তাহের রোহান. জুবেদ খান, বকুল গোপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জিলানী আবু, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল আহাদ, সুহিন আহমদ দুদু, কামরুল বক্স, রাসেল আহমদ চৌধুরী, নাজমুল হোসেন, সুজাত মিয়া, রাজিব তালুকদার, জাকির হোসেন, সৈয়দ মিজান, নোমান শাহ কেনান, সাজ্জাদ খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি সায়মন হোসেন রুমেন, আব্দুল মোমিন নাসির, মুহিবুর রহমান লিটু, যুগ্ম সম্পাদ তোহা চৌধুরী, আমির খান সাব্বির, ছায়াদ হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু হেনা, গোলাম কিব্বরিয়া জগলু, জাহাঙ্গীর আলম জামাল, রুহেল মিয়া, জুবেদ মিয়া, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, দপ্তর সম্পাদক মুন্না মিয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি রুহেল মিয়া, সাধারন সম্পাদক তাহা আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর প্রচেষ্ঠায় রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নির্মাণে ১১০৭ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার টাকা অনুমোদন করেছেন।

Exit mobile version