Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রবাসি ছেলের কাছে কোরবানির টাকা না পেয়ে বাবার আত্মহত্যা

জগন্নাথপুর২৪ ডেস্ক::প্রবাসীপুত্রের কাছে কোরবানির টাকা চেয়ে না পেয়ে অভিমান করে কীটনাশক খেয়ে হান্নান ফকির (৫৫) নামে এক জেলে আত্মহত্যা করেছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মফেজ ফকিরের ছেলে।

এ ব্যাপারে নিহতের সহোদর হামজালাল ফকির বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই মো. ইকবাল কবির জানান, ওই গ্রামের জেলে হান্নান ফকির তার কুয়েতপ্রবাসী ছেলে আলী ফকিরের কাছে কোরবানির পশু কেনার জন্য টাকা চান। হান্নানের স্ত্রী শেফালী বেগম তার প্রবাসীপুত্রকে কোরবানির টাকা দিতে নিষেধ করেন।

এ নিয়ে বৃহস্পতিবার রাতে স্বামী হান্নান ও স্ত্রী শেফালীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে অভিমানে হান্নান ফকির শনিবার দিবাগত রাতে ওই এলাকার বার্থী-সমরসিংহ খালে ভ্যাশাল (বড় জাল) বাইতে গিয়ে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন।

মুমূর্ষু অবস্থায় হান্নান ফকিরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাত ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে বরিশাল মর্গে পাঠান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সুত্র যুগান্তর

Exit mobile version