Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে শেষ মুহুর্তে জমে উঠছে ঈদ বাজার

বিশেষ প্রতিনিধি: প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে শেষ মুহুর্তে জমে ওঠছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনার ধুম। পৌর শহরের অভিজাত বিপনী বিতান থেকে ফুটপাত পর্যন্ত প্রতিটি দোকানে এখন ক্রেতার উপচে পড়া ভীড়। পরিবার পরিজনের জন্য ঈদের নতুন জামা কাপড় কিনতে ঈদের বাজারে ছুটছেন সব শ্রেণি পেশার মানুষ। সাধ আর সাধ্যের সঙ্গে মিল রেখে আপনজনদের জন্য কেনাকাটা করছেন তারা। তবে নিম্ন আয়ের মানুষের ফুটপাতই ভরসা। তারা সাধ্যমত আপনজনদের জন্য পোশাক সামগ্রী কেনার চেষ্টা করছেন। কিছু একদরের বিপনী বিতানে অতিরিক্ত টাকা আদায় করায় সাধারন ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও অসুন্তোষ বিরাজ করছে। রোববার দুপুরে পৌরশহরের বিভিন্ন মার্কেট গুলোতে ঘুরে দেখা গেছে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় পোশাকের বিপুল সমাহার। শাড়ী থ্রি পিছ, পাঞ্জাবীসহ ছোটদের নানা ধরনের পোশাক রয়েছে। ব্যবসায়ীরা তাদের দোকানগুলোতে সাজিয়েছেন বিভিন্ন ভারতীয় টিভি সিরিয়ালের নাম অনুসারে দেশীয় বিদেশী পোশাকে। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে বাজিরাও মাস্তানি, কিরণমালা, পাখি, শাহারা, দিলওয়ালে, বজরঙ্গি ভাইজান সহ নানা ডিজাইনের পোশাক। যুগের সঙ্গে তাল মিলাতে ক্রেতারাও ছুটছেন এসব পোশাকের দিকে। গুনগত মান ও টেকসই যাই হোক যেহেতু ঈদ আসন্ন যেভাবেই হোক নতুন পোশাক চাই। শুধু নামের কারণে এসব পোশাক বিক্রি হচ্ছে চড়া দামে। অনেক ক্রেতাই জানিয়েছেন, গত বছরের তুলনায় এবারে পোশাকের দাম বেশী। আবার বেশীর ভাগ মেয়েরা ছুটছেন বাহারি সব থ্রি পিছের দিকে। ছেলেদের পছন্দ পাঞ্জাবি, শার্ট, জিন্স প্যান্ট। এদিকে ফিক্সড প্রাইজের কিছু দোকানে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে বলে অনেক ক্রেতায়ই অভিযোগ করেছেন। ফিক্সড প্রাইজের দোকানগুলোর ব্যবসায়ীরা মারাতœক ভাবে টকাচ্ছেন বলে অনেক ক্রেতাই অভিযোগ করেন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ক্রেতা সাধারণ। উপজেলা সদরের ভবানীপুর গ্রামের সাজ্জাদ হোসেন জানান, আমি পৌর শহরের বিপনী বিতান ফিক্সড প্রাইজের আসল ঝলক দ্কোান থেকে একটি থ্রি পিছ ক্রয় করি। থ্রি পিছের গায়ের স্টিকারে মূল্য ছিল ৫ হাজার ৫শ পঞ্চাশ টাকা। আমি ২ হাজার টাকা বলতেই তারা আমাকে থ্রি পিছ দিয়ে দেয়। উপজেলার পাটলী গ্রামের নোমান আহমদ জানান, আমি আসল ঝলক থেকে একটি থ্রি পিছ ২৬শ টাকা দিয়ে ক্রয় করি। অথচ স্টিকারে মূল্য ছিল ৫ হাজার ৫শ পঞ্চাশ টাকা। বিপনী বিতানগুলোর বিরুদ্ধে এ ধরনের মাত্রারিক্ত মুনাফার অভিযোগ করেছেন অনেক ক্রেতা। জগন্নাথপুর বাজারের বিসমিল্লাহ ফ্যাশন ও শাড়ী ঘরের স্বত্তাধিকারী আব্দুল কাইয়ুম জানান, আমরা অত্যান্ত ন্যায্য মূল্যে কাপড় বিক্রি করে থাকি। যারা এক দরের কথা বলে ক্রেতাদের ঠকাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। জগন্নাথপুর বাজারের উজ্জল ফ্যাশন ও শাড়ী ঘরের স্বত্তাধিকারী রাজন কুমার দাশ বলেন, আমরা দীর্ঘদিন যাবত ফিক্সড প্রাইজে পোশাক বিক্রি করে আসছি। শতকরা ৫%, বড় জোর ১০% লাভে আমরা পোশাক বিক্রি করে থাকি। কিন্তু ইদানিং কিছু অসাধু ব্যবসায়ী ফিক্সড প্রাইজের সাইন বোর্ড লাগিয়ে দ্বিগুণ, তিনগুণ হারে অতিরিক্ত টাকা ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এটা সম্পূর্ণ অনৈতিক ও গুরুতর অপরাধ। দরদাম করতে অভ্যস্ত নয় এমন ক্রেতারাই প্রতারণার শিকার হচ্ছেন। এদিকে পৌরশহরের অভিজাত বিপনী বিতান রূপনগরকে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, কোন পন্যে ১০% পার্সেন্টের অধিক মুনাফা অর্জন ভোক্তা অধিকার আইন লংঘনের শাস্তিমূলক অপরাধ। অত্যাধিক মুনাফা আদায়ের অভিযোগে অভিজাত বিপনী বিতান রূপনগরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version