Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রবাসী সংগঠন দ্যা লাইট ইউকের উদ্যেগে আরও অর্ধশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবাসী সংগঠন দ্যা লাইট (THE LIGHT) অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে গরীব- অসহায় অর্ধশত পরিবারের মধ্যে রমজান ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সম্প্রতি আত্মপ্রকাশ পাওয়া এই সংগঠণটি ইতোমধ্যেই সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
সৈয়দ ইনান আহমদ এর পরিচালনায় Ramadhan Food Distribution সভায় সভাপতিত্ব করেন জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন
শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্যা লাইট বাংলাদেশ টিম এর প্রধান সমন্নয়কারী সৈয়দ জাবের আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিকেলতলা গ্রামের প্রবীন মুরব্বি জনাব মজলু মিয়া। সার্বিক তত্ত্বাবদানে ছিলেন গ্রামের তরুণ সমাজকর্মী ওদুদ মিয়া
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব গোলাম আহমদ,মিনার মিয়া প্রমূখ। উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ-সম্পাদক তোফায়েল আহমদ জিম্মাদার , সৈয়দ আনসার আহমদ (সদস্য)
নারিকেলতলা, সুবিদপুর, ব্রাম্মণ গ্রামের মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয় ।

উল্লেখ্য যে, সম্প্রতি সৈয়দপুর-শাহারপারা ইউনিয়নে শতাধিক এবং নবীগঞ্জ জেলার ইনাতগঞ্জ এলাকায় আরও কয়েকটি পরিবারের মধ্যে এই পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ বছর সবমিলিয়ে প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দ্যা লাইট ইউ.কে সংগঠনের চেয়ারম্যান সৈয়দ হেলাল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, যাদের দানে আজকে আমরা গরীব-অনাথ পরিবারের জন্যে কিছু করতে পেরেছি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনেও সকলের সর্বাত্তক সহযোগিতা পাব। ইনশা-আল্লাহ সবার দোয়ায় দ্যা লাইট আরো অগ্রসর হবে। পরিশেষে অনুষ্টান সফলভাবে সম্পন্ন হওয়ায় দ্যা লাইট ইউ.কে টীম সৈয়দ হেলাল আহমদ, সৈয়দ নায়েব আহমদ,মো: এমরান হুসেন,সৈয়দ রিহাব আলী, সৈয়দ মওদুদ আহমদ শাহী,মো: সালমান আহমদ,সৈয়দ দিনার আহমদ ,সৈয়দ মুসাদ্দিক আহমদ , বিকাশ খান,সারওয়ার আহমেদ মারুফ,সৈয়দ মুবির,সৈয়দ আমিরুল,সৈয়দ সাহাদ,সুহেল আহমদ,ইসমাইল ইসলাম, সাইফুল আলম সবাইকে ধন্যবাদ জানান এবং দ্যা লাইট এর পরবর্তী পদক্ষেপ গরীব এতিমদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণে সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করেন।

Exit mobile version