Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রবীণ ফটো সাংবাদিক আবদুল কাদির তোতা চলে গেলেন না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের প্রবীণ ফটো সাংবাদিক ও আলোচচিত্রি আবদুল কাদির (তোতা মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
মুত্যৃকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। বুধবার দুপুরে সিলেট শহরে তাঁর ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। আবদুল কাদির স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
আবদুল কাদির সুনামগঞ্জ শহরে তোতা মিয়া নামেই পরিচিত ছিলেন। তিনি ষাট ও সত্তরের দশকে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা ইত্তেফাকে ফটো সাংবাদিক হিসাবে কাজ করেছেন। পরে সুনামগঞ্জ শহরে এসে আলোকচিত্রি হিসাবে কাজ করেন। সদর উপজেলার পাঠানবাড়িতে তাঁর পৈত্রিক নিবাস হলেও তিনি পরে পৌর শহরের আলীপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন। বুধবার রাতে পাঠানবাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর বড়ছেলে এ টি এম এস মামুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে এবং ছোট ছেলে এ টি এম এস আলম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
তাঁর মৃত্যুতে কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাসান শাহরিয়ার, আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইন, হোসেন তওফিক চৌধুরী, হুমায়ূন মঞ্জুর চৌধুরী গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন।

Exit mobile version