Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রভুপাদ শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামীর জন্মতিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন শুরু

স্টাফ রিপোর্টার
প্রভুপাদ শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামীর জন্মতিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রভুপাদ শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামীর জন্মতিথি উদযাপন কমিটির আয়োজনে কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে মহোৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ শনিবার বিকাল ৫টায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করবেন কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের সভাপতি মহানামব্রত চক্রবর্তী। বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লোকেশ চন্দ্র দাস। সন্ধ্যা সাড়ে ৭টায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের শারীরিক সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। রাত ৯টায় অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তনের শুভ অধিবাস।
৪ সেপ্টেম্বর রবিবার ব্রাহ্ম মুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তনের শুভারম্ভ। লীলামৃত বিতরণে নিরঞ্জন দাস (চৈতন্য সম্প্রদায়, পাগলা), রূপম ধর (শ্রীশ্রী গোপাল সম্প্রদায়, বালাগঞ্জ, সিলেট), বিধু চন্দ্র চন্দ (জয় রাধে যুব সংঘ, গোয়াইনঘাট, সিলেট), রুরী রানী দাস (রাই কিশোরী সম্প্রদায়, দিরাই)। দুপুর ২টা থেকে মহাপ্রসাদ আস্বাদন।
৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় দধিভা- ভঞ্জন ও পূর্ণা।
মহোৎসবে যোগদান করে প্রভুপাদের কৃপাশীর্বাদ গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন প্রভুপাদের শ্রীচরণাশ্রিত শীষ্যবৃন্দ।

Exit mobile version