Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রশ্নফাঁসের গুজবে কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, গুজবে কান দেবেন না, প্রশ্ন ফাঁসরোধে উচ্চপর্যায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১ ফেব্রুয়ারি) শুরু দেশব্যাপী হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রাজধানীতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী এ নির্দেশ দেন।

তিনি বলেন, গৃহীত পদক্ষেপের ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই। অভিভাবক ও শিক্ষার্থীদের বলবো আপনারা প্রশ্ন ফাঁসের গুজবে কান দেবেন না।

শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়েই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নুরুল ইসলাম নাহিদ বলেন, ফেসবুকে ভুয়া প্রশ্ন ছড়ালে সঙ্গে সঙ্গেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্যবস্থা নেবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে আমাদের ওপর চাপ ছিল পাশের হার কম কেন, এখন উলটো চাপ, পাশের হার বেশি কেন? আমরা আগেও শিক্ষকদের নির্দেশ দিয়েছি, এখন জনসম্মুখে নির্দেশ দিচ্ছি, আপনারা শিক্ষার্থীদের প্রাপ্ত ন্যায্য নম্বরটুকুই দেবেন।’

তিনি বলেন, ‘বিজ্ঞানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। গতবারের পাশের হার আগের বারের থেকে বেশি ছিল। বিজ্ঞানে আমাদের শিক্ষার্থীরা ভালো করছে।’

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। আমরা বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এবার প্রশ্নপত্র পৌঁছে দিচ্ছি। যারা প্রশ্ন তৈরি ও সরবরাহ করছেন তাদেরও নজরদারিতে রাখা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘একবারই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেবার আমরা পরীক্ষা স্থগিত করেছি। আরেকবার ফাঁসের গুজব উঠেছিল। পরীক্ষার মাঝে গ্যাপ থাকায় আমরা প্রশ্ন পরিবর্তন করেছি। কয়েক সেট প্রশ্ন তৈরি করা হয় এবং এমনভাবে প্রক্রিয়াকরণ করা হয়, যাতে সংশ্লিষ্ট কারো পক্ষে বোঝা সম্ভব না হয়ে ওঠে।’

এবার পরীক্ষায় (এসএসসি ও দাখিল) মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

প্রথম দিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) ও বাংলা-২ (৮১২১) (সৃজনশীল) ও দাখিল ভোকেশনালে বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Exit mobile version