Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রশ্ন ফাঁসের খবর জানলেই পরীক্ষা বাতিল

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পাওয়া মাত্রই পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি গভঃ ল্যাবরেটারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষা হল পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, খবর জানলে পরীক্ষা বাতিল করা হবে। যথা সময়ে পরীক্ষা শুরু হয়ে গেছে।
তিনি বলেন, পরীক্ষাকে নির্বিঘœ করতে ও প্রশ্ন ফাঁস ঠেকাতে যা করা সম্ভব তাই আমরা করেছি।

Exit mobile version