Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রাথমিক শিক্ষা সমাপনী আর হবে না-প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করায় এ বছর থেকে প্রাথমিকের শিক্ষা সমাপনী পরীক্ষা আর হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

সোমবার (২০ জুন) সন্ধায় বেসরকারি টেলিভিশন যুমনা টিভিকে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

প্রথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করার পর প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেয়ার ঘোষণা ছিল তবে কবে থেকে তা কার্যকর তা এতদিন জানানো হয়নি। এবার জানা গেল চলতি বছর থেকেই কার্যকর হতে যাচ্ছে নতুন নিয়ম।
তবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগের নিয়মেই হবে বলে জানা গেছে

Exit mobile version