Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

প্রেমে প্রত্যাখাত হয়ে এসিড নিক্ষেপ, যুবকের ৭ বছরের সাজা প্রদান

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের ফেঞ্চুগঞ্জে তরুণীকে এসিড নিক্ষেপের মামলায় আয়েজ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যাক্তি উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের (জেলা জজ) বিচারক বিমল চন্দ্র শিকদার এ দণ্ডাদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের স্পেশাল পি.পি আব্দুল মালেক জানান, রায় ঘোষণাকালে আসামি আয়েছ আলী কাঠগড়ায় উপস্থিত ছিলো।

মামলার বিবরণে জানা যায়, পার্শ্ববর্তী গ্রাম কুতুবপুরের একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করত আয়েছ । ২০০০ সালের ৮ ডিসেম্বর রাত ৮টার দিকে মেয়েটি মায়ের সাথে ঘরের বাইরে বের হলে ওঁতপেতে থাকা আয়েছ আলী এসিড নিক্ষেপ করে।

এ ঘটনায় আয়েছ আলীকে একমাত্র আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে আয়েছ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হলে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে আদালত মঙ্গলবার আয়েছ আলীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।

Exit mobile version