Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফরিদপুরে খাবাসপুরে মুজাহিদের দাফন সম্পন্ন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড কার্যকর হওয়া জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। তাকে খাবাসপুরের আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার কোণে তাকে সকাল ৭টা ২৫ মিনিটে তাকে দাফন করা হয়।
রোববার রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসির রায় কার্যকর হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাত তিনটার দিকে মুজাহিদের লাশবাহী গাড়ীটি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয় । মুজাহিদের লাশবাহী গাড়িটি ফরিদপুরে মুজাহিদের বাড়িতে এসে পৌঁছায় সকাল ৬টা ৩৫ মিনিটে। পশ্চিম খাবাসপুরস্থ মুজাহিদের বাড়ির পার্শ্ববর্তী আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা মাঠে সকাল ৭টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মুজাহিদের বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেছ।
জানাজার নামাজে মুজাহিদের স্বজন ছাড়া অল্প সংখ্যক মানুষকে জানাজায় অংশ নিতে দেয় স্থানীয় পুলিশ প্রশাসন। এরপর মুজাহিদের লাশ দাফন করা হয় সকাল ৭টা ২৫ মিনিটে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুজাহিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে ।

Exit mobile version