Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফলোঅাপ- জগন্নাথপুরে সেই বাল্য বিবাহের অভিযোগে পিতার কারাদন্ড

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে বাল্য বিবাহ দেয়ার অভিযোগে এক পিতাকে ৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক এ রায় প্রদান করেন। জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিন ১৬ বছরের মেয়ে দশম শ্রেনীর ছাত্রী কে একই গ্রামের তহুর উদ্দিনের পুত্র লন্ডন প্রবাসি সালেহ আহমদ (২৩) এর সাথে গত শুক্রবার বিয়ে সম্পন্ন হয়। এ অভিযোগের ভিত্তিত্বে ভ্রাম্যমান আদালতের ওই গ্রামের অভিযান চালিয়ে মেয়ের বাবাকে আটক করে এ কারাদন্ড প্রদান করেন। এছাড়াও বর সালেহ আহমদ ও ইমাম পলাতক রয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুরের এসিল্যান্ড কাজী আরিফুর রহমান জানান, মেয়েকে বাল্য বিবাহ দেয়ার অভিযোগে পিতাকে ৫ দিনের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানকালে মেয়ে ও ছেলেকে পাওয়া যায়নি। উল্লেখ্য জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ ছেলে লন্ডন যাবে তাই স্কুল পড়ুয়া মেয়ের বিয়ে শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

Exit mobile version