Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফাগুন এলেই ||আব্দুল মতিন

ফাগুন এলেই ||আব্দুল মতিন

ফাগুন এলেই ভালবাসা ফুটে। শিমুল ফুলের আগুনে সিক্ত হয় কোকিল,শারস,কাক।বনেবনে,মনে জাগে শিহরণ।

হিংসায় ভস্ম,নিঃস্ব মানুষ বৃক্ষের কাছে,ফুলের কাছে,পাখির কাছে ভালবাসা খুঁজে। নিখাঁদ ভালবাসা।

জনমের প্রেম জাগে অন্ধকার ঘরে।আদরে আদরে ভরে যায় হাট-বাজার,নগর,বন্দর,পার্ক।

কলঙ্কিনীর মনে জাগে পরিযায়ী পালক। যাবে অজানা সুখের সন্ধানে। আগুন লাগা সংসার ফেলে এই ফাগুনে।

ফাগুন এলেই মানুষ ভালবাসা খুঁজে।ভালবাসা বুঝে।
যুদ্ধের কামানে ফুঁটে শতরঙা গোলাপ। জাগে কামনার জোয়ার।

নদীর কাছে গিয়ে বলে,আমি একা,বড় একা। তোমার ঢেউয়ের স্পর্শে একটু ভালবাসা দাও।

ফুলের কাছে গিয়ে বলে, একটু সৌন্দর্য দাও। মানুষ হয়ে হারিয়েছি জীবনের সৌন্দর্য মানুষের পিছে।

বৃক্ষ,ফুল,পাখি ভুলে যায় আমাজন পুড়িয়েছিল মানুষ।মানুষকে ভিক্ষা দেয় ফাগুনের ভালবাসা।

Exit mobile version