Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফিলিপাইন নারীকে নাগরিক সার্টিফিকেট প্রদান, জগন্নাথপুরের চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিনিধি::
ফিলিপাইনের নাগরিক কে জন্ম ও নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরের এক ইউপি চেয়ারম্যানসহ দুই জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকারীরা হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান মখলিছ ও ৮ নং ওয়ার্ড মেম্বার আলেক উদ্দিন।
স্হানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে ফিলিপাইন নাগরিক বিজলিন পালর আছিয়া কে জন্ম ও নাগরিক সনদ প্রদানের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয় বলে উল্লেখ করা হয়। গত ২৪ মে জেলা প্রশাসকের নির্দেশে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করতে চিঠি দেন।

বহিস্কৃত চেয়ারম্যান মুখলিছুর রহমান সত্যতা নিশ্চিত করে
বলেন, ভুলক্রমে নাগরিকত্ব সনদ দেওয়া হয়েছিল।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ বলেন, বর্তমানে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, আমি নতুন এ উপজেলায় যোগদান করেছি।
বিষয়টি আমি শুনেছি।

Exit mobile version