Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফুটন্ত তেলে হাত ডুবিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করল তারা!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::নিজেদের নির্দোষ প্রমাণ করতে মালিকের নির্দেশে ফুটন্ত তেলে হাত ডোবাতে হল কর্মীদের।

অমানবিক এই ঘটনার ঘটেছে ভারতের গুজরাটের সানন্দ শহর।

জিনিউজের খবরে জানানো হয়, সানন্দ শহরের একটি পেট্রোল পাম্প থেকে চুরি গিয়েছিল ৬ লাখ টাকা।চুরি ঘটনার পেট্রোল পাম্পের তিন কর্মীর উপর প্রাথমিক সন্দেহ গিয়ে পড়ে মালিকের।কারণ,মালিকের দাবি, ওই তিন জনই চুরির রাতে পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন। এরপর শুরু জেরা। দফায় দফায় জেরার পরও নিজেদের ‘দোষ’ শিকার করতে চাননি ওই তিন কর্মী।এরপরই তাদের জন্য ব্যবস্থা করা হয় ‘অগ্নি পরীক্ষা’র।ফুটন্ত তেলের মধ্যে হাত ডুবিয়ে রেখে নিজেদের নির্দোষ প্রমাণ করতে হয় তাদের।

গরম তেলে গভীর ক্ষত তৈরি হয়েছে তিন কর্মীরই হাতে। তাদের হাত ঝলসে গিয়েছে। কিন্তু যিনি তাদের এই অমানবিক শাস্তি দিয়েছেন তিনি নির্বিকার।

তার বক্তব্য,’আমি কাউকেই এই কাজ করতে বাধ্য করি নি। তিন কর্মী আনুগত্যের খাতিরেই নিজেরাই এই কাজ করেছে।’

ঘটনার দৃশ্য কেউ ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে সেই ছবি। উঠেছে বিতর্কের ঝড়।

Exit mobile version