Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফের ইসরায়েলি হামলা প্রতিহত করল সিরিয়া

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলা প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ কথা জানিয়েছে।

বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দামেস্কের আকাশ থেকে ইসরায়েলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এজন্য সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।

সানার একজন রিপোর্টার জানিয়েছেন, অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরায়েলের সেনারা এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

একই খবর দিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া।

তবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা গণমাধ্যমগুলোর খবরে পরিষ্কার নয়।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ইসরায়েল মাঝে মধ্যেই সিরিয়ার ওপর এভাবে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে। গত ৬ ফেব্রুয়ারি ইসরায়োল গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়। ওই হামলায় সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকজন সদস্য হতাহত ও বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

 

Exit mobile version