Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফেসবুকে অপপ্রচারকে কেন্দ্র করে জগন্নাথপুরের বাঘময়না ও গন্ধবপুর গ্রামের বিরোধ আপোষে নিস্পত্তি্

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর ও বাঘময়না গ্রামবাসীর মধ্যে সৃষ্ট বিরোধ সমঝোতার মাধ্যমে শেষ হয়েছে। বুধবার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হকের সভাপতিত্বে সমঝোতা বৈঠকে বিষয়টি আপোষে নিস্পত্তি হয়। এতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ার্ম্যা ন মুক্তাদীর আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাঘময়ণা গ্রামের ছালেহ আহমদ ও গন্ভপুর গ্রামের মাসুক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাটি নিয়ে বিরোধ দেখা দিলে এলাকাবাসীর প্রচেষ্ঠায় বিষয়টি নিস্পত্তি হয়। কিন্তু একটি মহল এঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে বাঘময়না গ্রামের ছালেহ আহমদের নামে মিথ্যা অপপ্রচার চালায়। এতে আবারও উভয়পক্ষের লোকজন বিরোধে জড়িয়ে পরে। ঘটে এক রক্তক্ষয়ী সংঘষের ঘটনা। এতে উভয়পক্ষের ৫০ জন আহত হন। সমঝোতা বৈঠক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যারা এধরনের অপপ্রচার করছে তথ্য প্রমান পাওয়া গেলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের অঙ্গীকার গ্রহণ করা হয়। উভয়পক্ষের মতামতের ভিত্তিতে আপোষে ঘটনাটি নিস্পত্তি হয়।

Exit mobile version