Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফেসবুকে নির্বাচনে থাকার কথা জানালেন সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা অবনী

শাল্লা প্রতিনিধি::
শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্য্না পদে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবনী মোহন দাস আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি।
তবে মনোনয়ন না পেয়ে হতাশ নন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অবনী মোহন দাস।
শনিবার অবনী মোহন দাস এবিষয়ে এক ফেসবুকে লিখেন-
আমার কর্মী সমর্থক ভাই ও বোনেরা আপনারা হতাশ হবেন না, আমি নিজেও বিন্দুমাত্র হতাশ নই।
আমি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত আছি ভবিষ্যতেও থাকব। আমার রাজনৈতিক পথচলা কখনো মসৃন ছিলো না। প্রতিটি পদক্ষেপেই আমাকে হাজারো বাধা অতিক্রম করে এগোতে হয়েছে। আর আমার এই কঠিন পথচলায় শাল্লার আপামর জনগণ প্রতিটি নির্বাচনে বিপুল পরিমাণে ভোট প্রদান করে আমাকে বারবার ঋণী করেছেন।
আমি অবনীকে যেমন তারা সৃষ্টি করেছিলো ঠিক তেমনি ভাবে টিকিয়েও রেখেছে। আমিও চেষ্টা করেছি আমার ক্যারিয়ার, পরিবার পরিজন সবকিছুকে বায়ে রেখে নিপীড়িত শাল্লাবাসীর পাশে থাকতে।
প্রিয় শাল্লাবাসী আমি আপনাদের দোয়া ও আশির্বাদ নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

Exit mobile version