Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফেসবুকে প্রশ্নপত্র মন্ত্রীর অস্বীকার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে আলোচনা। শিক্ষামন্ত্রী দিয়েছেন কড়া হুঁশিয়ারি। এরই মধ্যে গতকাল শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রশ্ন ফেসবুকে ফাঁস হয়েছে। প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষার নৈর্ব্যক্তিক ৩০টি প্রশ্ন পরীক্ষার প্রায় আধা ঘণ্টা আগেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন, ফেসবুকে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই। তিনি বলেন, প্রশ্নফাঁস যদি পরেও প্রমাণ হয়, তাহলেও পরীক্ষা বাতিল করে দেবো। কেউ ভুয়া প্রশ্ন ছড়ানোর চেষ্টা করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version