Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফেসবুকে মিথ্যাচারের ঘটনায় নিজের ভূল স্বীকার করে ‘সায়েক আহমদের’ ক্ষমা প্রার্থনা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত দ্বিতীয় মামলার ঘটনা সালিসে নিস্পত্তি হয়েছে। রোববার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ-সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিস বৈঠকে মামলার আসামী জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের সায়েক আহমদ নিজের ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে অনাকাংঙ্খিত ভূলের জন্য ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এধরনের ঘটনা না করার অঙ্গীকার করলে বিষয়টি নিস্পত্তি করা হয়। সালিশ বৈঠকে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র কুমার দে, আব্দুল কাইয়ুম মশাহিদ,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,আওয়ামীলীগ নেতা হারুণ মিয়া, আব্দুল জব্বার, পৌর যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্নাসহ আওয়ামীলীগঅঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ,ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক অমিত দেব সাংবাদিক আলী আহমদ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিবের নামে ফেসবুকে সায়েক আহমদ মিথ্যাচার করার ঘটনায় সাংবাদিক অমিত দেব বাদী হয়ে জগন্নাথপুর থানায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ঘটনাটি আপোষে নিস্পত্তি করা হল।

Exit mobile version