Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফেসবুকে মিথ্যা মন্তব্য করার ঘটনায় বিপাকে পড়া জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা ক্ষমা চেয়ে রক্ষা পেলেন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ এবং যুক্তরাজ্য প্রবাসী আকছার আহমদকে কটুক্তি করে ফেসবুকে মন্তব্য করার ঘটনায় সৃষ্ট বিরোধ বৃহস্পতিবার সালিশ বৈঠকে নিস্পত্তি হয়েছে। সালিশে উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের জানে আলম বাদশা মিয়া পুত্র ছাত্রলীগ নেতা তানভির আলম পিয়াস নিজের ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে বৈঠকে উপস্থিত গ্রামের গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে বিষয়টির নিম্পতি ঘটে।
এলাকাবাসী জানান, তানভির আলম পিয়াস সম্প্রতি তার নিজ ফেসবুক আইডিতে উপজেলার শ্রীরামসি গ্রামের বাসিন্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ ও যুক্তরাজ্য প্রবাসী আকছার আহমদ কে কটুক্তি করে ফেসবুকে মিথ্যা বিরূপ মন্তব্য করেন। এ ঘটনায় আব্দুল কাইয়ুম মশাহিদ জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে এলাকাবাসী বিষয়টি সালিশের মাধ্যমে নিস্পতির উদ্যোগ নেন। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার সালিশ বৈঠকে উপস্থিত হয়ে অভিযুক্ত তানভীর ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এধরনের মিথ্যাচার করবে না বলে অঙ্গীকার করে ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি নিস্পত্তি করা হয়। বৈঠকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের পিতাকে স্বাধীনতার পক্ষে মানুষ হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা তুলে ধরা হয়। উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের মুক্তিযুদ্ধ বিষয়ক এক অনুষ্ঠানে তানভীর আলম পিয়াসের পিতা জানে আলম শ্রীরামসি গনহত্যার শহীদ পরিবারের সদস্য হিসেবে উপস্থিত হলে ফেসবুকে এধরনের সংবাদ দেখে যুক্তরাজ্য প্রবাসী আকছার আহমদ একটি মন্তব্য করেন। পরবর্তীতে তিনি তার বক্তব্য সংশোধন করেন। এনিয়ে পিয়াস ফেসবুকে আকছার আহমদসহ জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের পিতাকে স্বাধীনতা বিরোধী রাজাকার হিসেবে আখ্যায়িত করে বিরূপ মন্তব্য করেন। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সালিসে নিস্পত্তির উদ্যোগ নিয়ে সমাধান করেন।

Exit mobile version