Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফেসবুক স্ট্যাটাস নিয়ে হামলায় ইউপি সদস্য খুনের ঘটনায় ৪৮জনের বিরুদ্ধে মামলা

রাকিল হোসেন : ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জের রুস্তুমপুর প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি মেম্বার ৪সন্তানের জনক মধু মিয়া (৫০) নিহতের ঘটনায় প্রভাবশালী জাহির উদ্দিনের পক্ষের রুস্তুমপুর গ্রামের ভূট্টুকে প্রধান আসামী করে ৪৮জনের নাম উলে¬খ করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নিহতের পুত্র মামুন মিয়া। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানাগেছে।
উলে¬খ্য,নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের ধনাট্য ব্যক্তি সমাজ সেবক জাহির উদ্দিনের একটি বিলাস বহুল বিল্ডিং এর মধ্যে অনৈতিক কার্যকলাপসহ নারী দিয়ে দেহ ব্যবসা করা হচ্ছে বলে একটি মানহানিকর একটি স্ট্যাটাস ফেইসবুকে লিখা হয়। পরে এনিয়ে হবিগঞ্জের একটি দৈনিক পত্রিকায় এবং একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পত্রিকা পুড়ানো অভিযোগে নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হলে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই জাকির তদন্ত করে কোন সত্যতা পাননি। ফেইসবুকের স্ট্যাটাস এবং পত্রিকার সংবাদ নিয়ে জাহির উদ্দিনের লোকজন সন্দেহ করে এসব তথ্য দিয়ে লেখার জন্য গ্রামের সাবেক মেম্বার মধু মিয়া দায়ি করেন। এনিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রোস্তমপুর টোল প¬াজায় দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত ১১ টায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় ঐ গ্রামের সাবেক মেম্বার মধু মিয়া আহত হলে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ২টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামলার বাদী মামুন মিয়া বলেন,তারা তাদের দীর্ঘদিনের টার্গেট মতোই আমার বাবাকে নির্মমভাবে খুন করলো। আমার বাবাকে হত্যা করেও প্রভাবশালীরা শান্ত নয় । তারা বিভিন্ন মাধ্যমে আরো খুন করার হুমকি দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এ দিকে সবার প্রিয় মূখ সাবেক মেম্বার মধু মিয়া হত্যাকান্ডের ঘটনায় কেহই এ নির্মম হত্যাকে যেন ভুলতেই পারছেন না। সরাসরি জনসম্মূখে হঠাৎ আক্রমন করে এমন নির্মম হত্যাকান্ডের ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করেছেন সচেতন মহলের লোকজন। তারা দোষি ব্যাক্তিদের কঠোর শাস্তি দাবী করেছেন। নিহতের পরিবার ও আত্মীয় স্বজন ঘাতকদের ফাঁসি দাবী করেছেন।

Exit mobile version