নিজস্ব প্রতিবেদক-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিক্ষা ও মানবকল্যাণমুলক সামাজিক সংগঠন ফেয়ার ফেইস এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার বিকেলে সংগঠনের পৌর পয়েন্টস্হ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘটনের প্রতিষ্ঠাতা সদস্য ও সমন্বয়ক এম শামীম আহমেদ।
অন্যানের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্য আলী আকবর, মির্জা তোফায়েল আহমেদ, জুয়েল হোসেন, আফাজ্জোল হোসেন, লিপ্টু দাস, মিল্টন ধর, শহিদুল ইসলাম, রিংকু চন্দ্র,জাহিদ আহমেদ জিম্মাদার, নাঈম শরিফ,আল আমীন,শাহরিয়ার রশিদ ভূঁইয়া, সাবুল আহমেদ, সুলেমান হোসেন সৈকত প্রমুখ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জুয়েল মিয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এই চিরন্তন সত্যকে অস্বীকারের সুযোগ নেই। বাংলাদেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু অমলিন হয়ে আছেন এবং থাকবেন। তিনি বলেন বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙ্গালি জাতিকে কলঙ্কিত করা হয়েছিল। আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে কলঙ্কিত অধ্যায় থেকে মুক্তি চাই।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমাদের কে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
সভাপতির বক্তব্যে ফেয়ার ফেইস এর সমন্বয়ক এম শামীম আহমেদ বলেন, আমরা নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর খুনিদের সম্পর্কে জানতে পারলেও খুনের সাথে সম্পৃক্ত দেশ বিদেশের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।