Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফ্রিলেন্সিং ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম স্কাইল্যান্ড ৩৬০ জগন্নাথপুর শাখার উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দক্ষতা নিজের সম্পদ ও দক্ষ জাতি দেশের সম্পদ শ্লোগানে ফ্রিলেন্সিং ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম স্কাইল্যান্ড ৩৬০ জগন্নাথপুর শাখার উদ্বোধন উপলক্ষে এক সেমিনার শনিবার উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শাখা উপদেষ্টা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ডাঃ শশী কান্ত গোপ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর শাখার প্রতিষ্ঠাতা পরিচালক শিবাজি গোপের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

 

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, দৈনিক প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, জহির ইনস্টিটিউটের পরিচালক জহির আহমেদ,স্কাইলেন্স সিলেট ব্রাঞ্চের পরিচালক আরিয়ান খালেদ,ডিজিটাল মার্কেটিং ট্রেইনার তারেক রহমান, ডিজিটাল মার্কেটিং আসাদুজ্জামান শুভ,গ্রাপিক্স ডিজাইনার সাহেদ আহমেদ প্রমুখ সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ফ্রিলেন্সিং ডিজিটাল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে ফ্রিলেন্সিং এ সম্পৃক্ত হতে হবে শিক্ষিত তরুণের। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে ঘরে বসে ফ্রিলেন্সিং এর মাধ্যমে আয় করার সুযোগ কে কাজে লাগাতে ফ্রিলেন্সার হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানানো হয়। সেমিনারে ৪০ জন তরুণ তরুণী অংশ নেন। জগন্নাথপুর শাখার প্রতিষ্ঠাতা পরিচালক শিবাজি গোপ জানান, ব্যচভিত্তিক ইনকামের গ্যারান্টি দিয়ে ফ্রিলেন্সিং ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম স্কাইল্যান্ড ৩৬০ জগন্নাথপুর শাখার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। উদয় মেডিকেল হল রানীগঞ্জ রোড জগন্নাথপুর বাজারে  সার্বিক যোগাযোগের জন্য অনুরোধ করছি।

Exit mobile version