Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা ফুয়াদ গ্রেফতার

জগন্নাথপুর২৪ ডেস্ক::বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিটিটিসি ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার নাজমুল ইসলাম।

নাজমুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ফুয়াদ জামানকে গ্রেফতার করা হয়েছে।

ফুয়াদ জামান ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গত ১৫ আগস্ট একটি পোস্ট দিয়েছিলেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাম্মদ নাজমুল হাসান পিয়াস গত ২৩ আগস্ট ধানমণ্ডি মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা করেন।

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে শেহনাজ রশিদ খানের স্বামী ফুয়াদ জামান। ২০১০ সালে আরও চার খুনির সঙ্গে সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

Exit mobile version