Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না: সিদ্দিক আহমদ

স্টাফ রির্পোটার :: প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড দেখে বিএনপি-জামায়েত ইসলাম দেশব্যাপি পেট্রোল বোমা জ্বালায় পোড়াও মানুষ খুনের ঘটনায় জড়িয়ে পড়েছে। এ সব অপর্কম প্রতিহত করে বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত হয়ে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্য্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক এডভোকেট শফিকুল আলম পিপি। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মজলুল হক, জমির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, শহিদুল ইসলাম লেচু, আব্দুল জব্বার, সুজিত কুমার রায়, ইলিয়াস আলী, মতিউর রহমান পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভ’ইয়া, উপজেলা কৃষক লীগ সভাপতি আফসর উদ্দিন ভ’ইয়া, ইউনিয়ন আওয়ামীলী নেতা হাজী সুন্দর আলী, দিপাল কুমার দে , সৈয়দ মনোয়ার আলী, সুন্দর উদ্দিন, আলাউদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল হোসেন লালন, সাইফুল ইসলাম রিপন, এম,ফজরুল ইসলাম, সদস্য জাবেদ আহমদ, আবু জিলানী, মহিউদ্দিন, এমদাদ আহমদ, ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি শাহ শাহেদ, যুগ্ন সম্পাদক রুমেন আহমদ, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, ছাত্রলীগ নেতা নাসির আহমদ, সায়মন হোসেন রুমেন, পৌর যুবলীগ নেতা নিজামুল করিম, সুজিত কুমার দে, তুফাজ্জুল হক সুমন, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক সাফরোজ ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী, শায়েক আহমদ, দূর্জয় রায় প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করা হয়।

Exit mobile version