1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বঙ্গবন্ধু সেতুতে ১৫ মিনিটে ১২টি দূর্ঘটনা, নিহত-১ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু সেতুতে ১৫ মিনিটে ১২টি দূর্ঘটনা, নিহত-১

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৩১৫ Time View

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: ঘন কুয়াশা ও সেতুর অধিকাংশ লাইট সকালে বন্ধ থাকার কারণে বঙ্গবন্ধুসেতুর উপর ১৫ মিনিটের ব্যবধানে ১২টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সেতুর ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে এক ট্রাক হেলপার নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার কারণে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সেতুর উপর দিয়ে বন্ধ হয়ে যায় সকল ধরনের যান চলাচল। এসময় সেতুর উভয় পাড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছাবুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে সেতুর পূর্ব পাশে ঢাকাগামী লেনে ঘন কুয়াশার কারনে একটি ট্রাকের পেছন দিকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে আরো কয়েকটি যানবাহনের ধাক্কা লাগে। এ ঘটনায় দ্বিতীয় ট্রাকে সামনে বসে থাকা ট্রাক হেলপাড় মারা যান। দুর্ঘটনায় আহত হয় অন্তত ১০জন। নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনার পর ঢাকামুখী লেনের উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ৩ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। সাড়ে ৯ টার পর থেকে থেমে থেমে যান চলাচল শুরু হয়। এদিকে সেতুতে দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলী মো. ওয়াসিম আলী জানান, ঘনকুয়াশা থাকায় সকাল সাড়ে ৬টা থেকে থেকে সাড়ে ৯ টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকে। পরে তা স্বাভাবিক হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com