Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘বনদস্যু’ নিহত

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা বনদস্যু ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ার খোন্তা কোদালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- পান্না রানা বাহিনীর প্রধান পান্না রানা ও তার সহযোগী জুলহাস। বাকি একজন পান্নার সহযোগী বলে জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা নুরুস সালেহীন বলেন, বনদস্যুদের একটি দল নৌকায় করে চরাপুটিয়ার  খোন্তা কোদালিয়া খাল এলাকা পার হচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে  গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় তার বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র ও বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে।

Exit mobile version