Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে টেস্ট পেপার বিতরণ

স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীদের লেকচার পাবলিকেশন্স লিমিটেড এর পক্ষ থেকে টেস্ট পেপার দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার— উল— হালিম।
একই বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, লেকচার পাবলিকেশন্স লিমিটেড এর রিজিওনাল সেলস্ ম্যানেজার রবিউল হোসেন টিটু।

বক্তারা বলেন, সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় হাজারো শিক্ষার্থী বসতঘর হারিয়েছে। নিজেদের বইসহ শিক্ষা সামগ্রী বন্যায় ভেসে গেছে অনেক শিক্ষার্থীর। বিপন্ন এসব শিক্ষার্থীদের সরকার দ্রুততম সময়ের মধ্যে বোর্ড বই তুলে দিয়েছে। এই কঠিন সময়ে যারা অন্যান্য বই ও শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন তারা মানবিক কাজ করছেন।
পরে শিক্ষার্থীদের হাতে লেকচারের টেস্ট পেপার তুলে দেন অতিথিরা। লেকচার পাবলিকেশন্স লি. এর স্থানীয় কর্মকর্তারা জানান, তিন দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ এসএসসি পরীক্ষার্থীকে টেস্ট পেপার দিয়েছেন তারা।

Exit mobile version