Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বন্যার্তদের পাশে প্রবাসীরা দক্ষিণ সুনামগঞ্জের হাজারো দুর্গতকে ত্রাণ সহায়তা

দক্ষিন সুনামগঞ্জ সংবাদদাতা-
জগন্নাথপুরের পর দক্ষিণ সুনামগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে ১ হাজার দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে রবিবার দিনভর এই ত্রাণ বিতরণ করা হয়। দুর্গত প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি তৈল এবং ১ কেজি ডাল প্রদান করা হয়। প্রবাসীদের পক্ষ থেকে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন সুনামগঞ্জ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তহুর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হাসনাত হোসাইন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া, সুনামগঞ্জ জেলা কৃষকলীগ নেতা মাশুক আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সারওয়ার কবির ও বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যান ও সদস্যবন্দ।

ত্রাণ বিতরণকালে সৈয়দ ফারুক তার বক্তৃতায় বলেন, প্রবাসীরা সব সময়ই দেশের কল্যানে নিবেদিত। নিজ নিজ এলাকার সমস্যা নিয়ে আমরা সর্বদাই উদ্বিগ্ন থাকি। হাওরের ফসল ডুবির পর, অকাল বন্যায় যখন সিলেটের অন্যান্য স্থানের মতো জগ্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ বিপর্যস্ত তখন আমরা বসে থাকতে পারিনি। আমার আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীরা যে ত্রাণ সহায়তা প্রদান করেছেন তা বন্টন করতেই আমি আপনাদের কাছে হাজির হয়েছি। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কল্যানমুখি রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। প্রবাসেও একই আদর্শে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই। কোনও অপশক্তিই তা দমিয়ে রাখতে পারবেনা। দেশ একদিন সত্যি সত্যিই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হবে। সেদিন খুব বেশি দূরে নয়।

Exit mobile version