Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বন্যা ও সন্ত্রাস ইস্যুতে বাংলাদেশ ভ্রমণে বৃটেনের সতর্কতা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে বৃটেন। বন্যাদুর্গত এলাকাগুলোতে যাওয়ার আগে বৃটিশ নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি অব্যাহত আছে বলে বলা হয়েছে। বৃটিশ সরকার বলেছে, এখনও সারা বাংলাদেশে সন্ত্রাসী হামলার হুমকি বিদ্যমান। এক্ষেত্রে বিদেশি নাগরিকরা সরাসরি টার্গেটে পড়তে পারেন। বৃটিশ সরকার ১৫ই আগস্ট ওই সতর্কতা জারি আপডেট করে। তা এখনও বহাল আছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সিলেট অঞ্চল, দিনাজপুর, রংপুরসহ উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ভারি মৌসুমি বৃষ্টি হয়েছে। তাতে রেল ও সড়ক যোগাযোগ অব্যাহতভাবে বিঘ্নিত হচ্ছে। এজন্য কোনো বৃটিশ নাগরিক যদি বন্যা আক্রান্ত এলাকা সফরে যেতে যান তাহলে তাকে স্থানীয় ও আন্তর্জাতিক আবহাওয়ার আপডেট তথ্য অনুসরণ করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, গত মার্চ থেকে জঙ্গিরা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীতে হামলার দিকে মনোযোগ দিয়েছে। তবে এক্ষেত্রে বিদেশি নাগরিকরা সরাসরি তাদের টার্গেটে পড়তে পারে। ওই সতর্কতায় আরো বলা হয়েছে, পরিকল্পিত বেশ কিছু হামলা বানচাল করে দিতে সফল হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তারা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাই অল্প সময়ের নোটিশে যেকোনো স্থানে নিরাপত্তা রক্ষাকারীদের উপস্থিতি বাড়ানো হতে পারে। চলাচলে বিধিনিষেধ দেয়া হতে পারে। হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে ওইসব স্থান, যেখানে বিদেশি নাগরিকরা বেশি জমায়েত হন অথবা ভিড় বেশি হয়। এ জন্য এসব এলাকায় কম কম উপস্থিত হতে আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, সতর্কতা অবলম্বন করে চলাচল করতে। বৃটিশ সরকার এতে আরো বলেছে, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে বেশ কিছু সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে দায়েশ (আইসিল বা আইএস)। সক্রিয় রয়েছে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস) এর সঙ্গে সম্পর্কযুক্ত গ্রুপগুলো। এ ছাড়া ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে বৃটিশ পরিবহনবিষয়ক মন্ত্রণালয়। তাতে দেখা গেছে, এই বিমানবন্দরে আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ডে ঘাটতি আছে। বিমান চলাচলে কাঙ্ক্ষিত আন্তর্জাতিক মানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছে বৃটিশ সরকার।

Exit mobile version