Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বর্তমান সরকার দেশে আইনের শাসন নিশ্চিত করেছে- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশ এখন পুরোপুরি দু’ভাগে বিভক্ত। একভাবে আমরা রয়েছি স্বাধীনতার পক্ষে। আরেকভাগ রয়েছে স্বাধীনতা বিরোধীরা। বর্তমান সরকারের শাসনামলে আইনের শাসন পুরোপুরি রয়েছে। কোন ব্যক্তির দোষে কোন বাহিনী দোষী হতে পারে না। সরকার নাগরিকদের জন্য আইনের শাসন নিশ্চিত করেছে। একটি মহল অযথা আইনের শাসন নিয়ে বিরূপ মন্তব্য করছেন। আওয়ামীলীগ জনগনের রায়েই ক্ষমতায় আছে। কোন বাহিনীর কারণে নয়। যারা জনরায়ে বিশ্বাসী নয় তারাই এসব অপপ্রচার চালায়। তিনি রাতে আরটিভির আইনের শাসন বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন। সাংবাদিক সেলিম ওমরাহ খান এর সঞ্চালক এতে আলোচনায় অংশ নেন সরকার দলীয় সাংসদ এডভোকেট নুরজাহান বেগম মুক্তা, সুপ্রীম কোটের আইনজীবি তানজীব উল আলম, জাতীয় পাটির চেয়ারম্যান উপদেষ্টা ব্যারিষ্টার শামীম হায়দার পাঠোয়ারী,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এডঃ আহমেদ আজম খান সাংবাদিক কাজি সিরাজ, সুগ্রিম কোটের আইনজীবি রুমিন ফারহানা।

Exit mobile version