Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বর্ষিয়ান রাজনীতিবীদ সুরঞ্জিত সেনের মৃত্যুতে জগন্নাথপুরের সংখ্যালঘু নেতাদের শোক

স্টাফ রিপোর্টার:: উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবীদ বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি দিরাই-শাল্লা থেকে সাত বার নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের জগন্নাথপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। শোকপ্রকাশকারীরা হলেন,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্ঠা পরিষদ সদস্য বাবুল চন্দ্র দে,বিনয় ভূষন বণিক, প্রনয় কান্তি সূত্রধর খোকন,ডাঃ দিব্য রঞ্জন দেব,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দে, সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক,শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দে রাধেশ্যাম, শ্রীকৃষ্ণ চৈতণ্য সেবা সংঘের সভাপতি আশিষ দে,সাধারণ সম্পাদক অমিত কান্তি দেব,হিন্দু সম্প্রদায়ের নেতা সতীশ গোস্বামী, প্রদীপ সূত্রধর,হিরা মোহন দে,বিজন কুমার দে, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রজেশ গোপ, বিভাস দে, শশী কান্ত গোপ,কাজল বণিক,প্রদীপ দে, দেবাশীষ দে,অরূপ সরকার,বকুল গোপ,শ্যামল চন্দ্র দে,রাজন দাশ প্রমুখ শোক প্রকাশকারীরা প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন,সুরঞ্জিত সেন ছিলেন ভাটি বাংলার মানুষের অহংকার। তিনি তাঁর কর্মের মাধ্যমে এদেশে বেঁচে থাকবেন। সংখ্যালঘুদের অধিকার আদায়ে তিনি সংগ্রাম করে গেছেন আমৃত্যু। তাই এধরনের ক্ষনজন্মা নেতার মৃত্যু হতে পারে না। তাঁর মৃত্যুতে সনাতন ধর্মালম্বীরা একজন ক্ষনজন্মা বিচক্ষন প্রজ্ঞাবান রাজনীতিবীদকে হারাল যা অপূরনীয় ক্ষতি।

Exit mobile version