1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বাঁধে অনিয়ম হলে ঘাড় ধরে পানিতে চুবাবো: পানিসম্পদ প্রতিমন্ত্রী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ

বাঁধে অনিয়ম হলে ঘাড় ধরে পানিতে চুবাবো: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৫৯ Time View

আমিনুল ইসলাম, তাহিরপুর
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ফসলরক্ষা বাঁধ নির্মাণ/রক্ষণাবেক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
শুক্রবার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে আনন্দনগর, বোয়ালমারা ও বনুয়া বাঁধ পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন, পানিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুহাম্মদ ইউসূফ, জেলা প্রশাসক মো আব্দুল আহাদ, পুলিশ সুপার মুহাম্মদ বরকতুল্লাহ খান, তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, সায়েম তালুকদার, মবিননূর, রোমান আহমেদ তুষা প্রমুখ।
পরিদর্শন শেষে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও্র উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী করুণাসিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘যারা বাঁধ নির্মাণ কাজে অনিয়ম করবে তাদের কিছুতেই ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী হাওরের বিষয়ে আন্তরিক। তিনি সব সময় হাওরের মানুষের খোঁজ খবর রাখেন। প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের পছন্দ করেন না।’
তিনি আরো বলেন, ‘আমি সেনাবাহিনীতে চাকুরী করেছি, সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলাম। সেখানে চাকুরীরত অবস্থায় অন্যায়ভাবে একটি টাকাও খাইনি, এখনও খাব না।’
তিনি আনন্দনগরের একটি বাঁধে দাঁড়িয়ে এক প্রকল্প চেয়ারম্যানকে বলেন, ‘প্রকল্প কাজ ভালভাবে না করলে এক টাকাও বিল পাবেন না। বাঁধ নির্মাণ কাজে অনিয়ম হলে আপনাদের ঘাড় ধরে পানিতে চুবাবো।’
তিনি বলেন, ‘ডিসি সাহেবের নেতৃত্বে হাওরের বাঁধের কাজে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কিন্তু আমি কাজের যে অগ্রগতি আশা করেছিলাম তা হয়নি। হাওরে বাঁধ নির্মাণে সঠিক নীতামালা মানা হয়নি এছাড়া বাঁধে ঠিকমতো মাটিও পড়েনি। এছাড়া বেশির ভাগ বাঁধের কাজ এখনো রয়ে গেছে তাই সময়মতো বাঁধের কাজ শেষ হওয়া নিয়ে আমি শংকিত। প্রশাসনের সবাইকে আরো সচেতন ভাবে কাজ করতে হবে। আমি পিআইসিদের বলেছি যেভাবে কাজ হচ্ছে, এভাবে চলতে থাকলে আমরা কোন টাকা দেবো না। কারণ কাজটি যে মেজারমেন্টে হওয়া উচিত ঠিক সেভাবে না হওয়া পর্যন্ত আমরা কোন টাকা পয়সা দিতে রাজি না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com