Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশে এক বছরে দুর্নীতি বেড়েছে: টিআইবি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা দুর্নীতির ধারণা সূচকে ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। ২০১৮ সালে বাংলাদেশ ২৬ স্কোর নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় (নিম্নক্রমানুসারে) ১৩তম অবস্থানে রয়েছে। ২০১৭ সালে এ তালিকায় ২৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৭তম।

জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআইয়ের প্রকাশ করা দুর্নীতির ধারণাসূচক ২০১৮-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান তথ্যগুলো তুলে ধরেন।

১৮০টি দেশের ওপর টিআইয়ের চালানো এই জরিপে ০ থেকে ১০০ নম্বরের স্কেলে দেশগুলোকে নম্বর দেওয়া হয়েছে। নিম্নক্রমানুসারে সবচেয়ে কম ১০ স্কোর পেয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে সোমালিয়া। এরপর ১৩ স্কোর পেয়েছে সিরিয়া ও দক্ষিণ সুদান। ১৪ স্কোর নিয়ে দুর্নীতিতে তৃতীয় অবস্থানে রয়েছে ইয়েমেন ও উত্তর কোরিয়া।

১৮০টি দেশের তালিকায় (ঊর্ধ্বক্রমানুসারে) বাংলাদেশের অবস্থান ১৪৯ নম্বরে। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ ছিল ১৪৩ নম্বর অবস্থানে।

আর নিম্নক্রমানুসারে সবচেয়ে বেশি ৮৮ স্কোর পেয়ে সবেচয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে ডেনমার্ক। এরপর ৮৭ স্কোর পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউজিলন্যান্ড, ৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন ও সুজারল্যান্ড।

নিম্নক্রমানুসারে বাংলাদেশের সঙ্গে ২৬ স্কোর পেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ১৩ নম্বরে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উগান্ডা।

এদিকে ১৬ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে আফগানিস্তান এবং ৬৮ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। এই অঞ্চলে দুর্নীতির দিক থেকে আফগানিস্তানের পরে রয়েছে বাংলাদেশ। ৪১ স্কোর নিয়ে তালিকায় ভারতের অবস্থান ৭৮। আর ৩৩ স্কোর নিয়ে পাকিস্তানের অবস্থান ১১৭ নম্বরে।

সুত্র-সমকাল

Exit mobile version