Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশে দুর্বল হয়ে ঢুকতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঘূর্ণিঝড় ফণী ইতিমধ্যেই আঘাত হেনেছে ভারতের ওড়িশার উপকূলে। ১৮০-২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। এর প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যার দিকে ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করবে। আজ-কাল দুদিন ধরে দেশজুড়ে থাকবে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ফণী ওড়িশা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাবে। সেখান থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে বাংলাদেশের দিকে আসবে। আজ বিকেলের পর তা বাংলাদেশে প্রবেশ করতে থাকবে। বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে সন্ধ্যায়।

Exit mobile version