Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশে সবাই ধর্ম পালনে স্বাধীন: প্রধান বিচারপতি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আবহমানকাল ধরে সরস্বতী পূজা উদযাপন করে আসছে।

[৩] প্রধান বিচারপতি বলেন, ধর্ম আমাদের উদারতা, মানবিকতাবোধ, অসাম্প্রাদায়িকতা ও সহিষ্ণুতা শিক্ষা দেয়। আবহমানকাল ধরে এ দেশে বিভিন্ন জাতি গোষ্ঠী ও ধর্মের মানুষ পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা ও মমত্ববোধের সঙ্গে মিলেমিশে বাস করছে।

বাণী অর্চনা-২০২১ উপলক্ষে মঙ্গলবার প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ। অপরদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সরস্বতী পূজা উদযাপন পরিষদ। উভয় অনুষ্ঠানে অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ অংশ নেন।

 

 

Exit mobile version