Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ-ভারতীয় হাই কমিশনার

সিলেট প্রতিনিধি:; সিলেটের লামাবাজারে প্রাচীন শিব তিন মন্দিরস্থল পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে বিভিন্ন ধর্মের মানুষ একই সাথে বসবাস করছেন।
তিনি বলেন, প্রাচীনতম এই মন্দিরের উন্নয়নকাজে ভারত সহযোগিতা করতে আগ্রহী।

সোমবার একদিনের সফরে তিনি দুপুর একটায় সিলেট নগরীর লামাবাজার শিব তিন মন্দির স্থল পরিদর্শনকালে তার সাথে ছিলেন সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য ধীরেন সিংহ, রতন সিংহসহ মনিপুরী সম্প্রদায়ের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় সেখানে সিলেট মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যসহমন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version